চুনারুঘাট প্রতিনিধি।।প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র আশুরা উপলক্ষে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল হইতে এক বিশাল তাজিয়া মিছিল বের হয়। উক্ত তাজিয়া মিছিলটি কাজিরখীল বাজার এ কাজী নূরউদ্দিন (র:) মাজার হয়ে মুড়ারবন্দ দরবার শরীফ সৈয়দ কুতুবুল আউলিয়া (রাঃ) এর মাজার শরীফে এসে শেষ হয়। জারী মরছিয়া ও তাবারুক বিতরণের সাথে সম্পন্ন হয় এবারের পবিত্র আশুরা মোবারক।
উক্ত মিছিলটি নেতৃত্ব দেন সৈয়দ মানিক শাহ চিশতীর নাতি ও সৈয়দ মামুন শাহ চিশতীর একমাত্র ছেলে - সৈয়দ সামি শাহ্ চিশতী,খাদেম মোকামে পাঞ্জাতন, মুড়ারবন্দ।
উক্ত তাজিয়া মিছিলটি পরিচালনা করেন:
রুবেল আহমেদ চিশতী,
জুনেল আহমেদ চিশতী ও
নোবেল আহমেদ চিশতী
খাদেম মোকামে পাঞ্জাতন, মুড়ারবন্দ।
এতে উপস্থিত ছিলেন মুড়ারবন্দ দরবার শরীফের সম্মানিত খাদেমগণ:
সৈয়দ ইউনুছ শাহ চিশতী
সৈয়দ শাহ আলম চিশতী,
সৈয়দ মুরাদ আহমেদ চিশতী,
সৈয়দ সাহিদ আহমেদ,
সৈয়দ ইলিয়াছ শাহ,
সৈয়দ মঈনুদ্দিন অলি,
সৈয়দ মহিউদ্দিন জহির,
সৈয়দ সায়েম আহমেদ,
সৈয়দ আফরাজ, সৈয়দ সাভাজ, সৈয়দ মনির, মিনহাজ আহমেদ,
মো: রিয়াদ আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন মুড়ারবন্দ গ্রামের: আব্দুল হামিদ, আহাদ মিয়া, মজিদ মিয়া, ছালাম মিয়া,মিজান, মোতালিব, আব্দুল মান্নান, নুরআলম সরদার, ইমরান,শুকুর আলী,সায়েদ আলী, আরিফ সহ মুড়ারবন্দ গ্রামবাসী, নরপতি গ্রামবাসী,ঘরগাঁও গ্রামবাসী, বালিয়ারী গ্রামবাসীসহ বিভিন্ন এলাকাথেকে আগত পাক-পাঞ্জতনের আশেকগণ।