চুনারুঘাট প্রতিনিধি। প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র আশুরা উপলক্ষে মুড়ারবন্দ দরবার শরীফে হযরত সৈয়দ ফিরুজ শাহ চিশতী (রঃ) মাজার শরীফ হইতে এক বিশাল তাজিয়া মিছিল বের হয়!উক্ত তাজিয়া মিছিলটি কাজীরখীল বাজার এ কাজী শামসুদ্দিন (র:)মাজার হয়ে মুড়ারবন্দ দরবার শরীফে হযরত সৈয়দ কুতুবুল আউলিয়া (রঃ) মাজার শরীফে এসে শেষ হয়! খতমে কোরআন , দোয়া , জারী ,মরছিয়া ও তাবারুক বিতরনের সাথে সম্পন্ন হয় এবারের পবিত্র আশুরা মোবারক! উক্ত মিছিলটি নেতৃত্বদেন মুড়ারবন্দ দরবার শরীফের গদ্দিনিশীন পীর নজরুল আহমদ চিশতী ও গদ্দিনিশীন পীর এস এম সোহেল শাহ চিশতী উক্ত তাজিয়া মিছিলটিতে উপস্থিত ছিলেন মুড়ারবন্দ দরবার শরীফের সিনিয়র খাদেম সৈয়দ নেসার আহমেদ ভিংরাজ মিয়া, খাদেম খসরু আহমেদ, মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশতী সাহেবের শাহজাদা সৈয়দ মঈনুদ্দিন চিশতী অলি, আবু সাঈদ , আবু সায়েম , এস এম সিহাব, এস এম শুভ, খালিক আফুয়ান চৌধুরী, মোহাম্মদ মোতালিব মিয়া ও ছিদ্দিক মিয়া প্রমুখ।