চুনারুঘাট প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন শ্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) বাদ আসর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মধ্য বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপি নেতা, চুনারুঘাট-মাধবপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, তারুণ্যের প্রতীক তারেক রহমানকে নিয়ে নিয়ে যারা সড়যন্ত্র করছে, তাদেরকে দেশপ্রেমিক জনতা ও জাতীয়তাবাদী শক্তির আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে। তিনি আরও বলেন, "আগামী ২৬ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে কিছু দল ষড়যন্ত্র করছে। জনগণ এসব ষড়যন্ত্র ষড়যন্ত্র রুখে রুখে দেবে। আমরা ১৭ বছর ধরে ফ্যাসিস্ট ফ্যামি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছি, এবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।"
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীরের পরিচালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা স্থাত্রদলের আহ্বায়ক মো. আরিফ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ। * এর আগে বিক্ষোভ মিছিলটি দক্ষিন বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সংহতি লক্ষ্য করা যায়।