চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,ইউনিয়ন পরিষদ থেকে তোমাদের জন্য স্কুল ব্যাগ দেওয়া হয়েছে উৎসাহ বাড়ানোর জন্য।
তোমরা লেখা পড়া করার মাধ্যমে সু শিক্ষায় শিক্ষিত হলে তুমার এলাকা ও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, সহ প্রধান শিক্ষক বদিউজ্জামান, সিনিয়র শিক্ষক চৌধুরী মামুন ইউসুফ রেজা,মিজানুর রহমান,মোহাম্মদ কেফায়েত উল্লা প্রমুখ।
উল্লেখ্য রানীগাঁও ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ২০২৪/২৫ অর্থ বছরের উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ১ লক্ষ বিশ হাজার টাকার স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বরাদ্দ দেয় ইউনিয়ন পরিষদ।