চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা অর্জন করেছেন চুনারুঘাট থানার সাব-ইন্সপেক্টর রিপটন পুরকায়স্থ।
আজ মঙ্গলবার (তারিখ) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় তার হাতে পুরস্কার তুলে দেন।
মাদকবিরোধী অভিযানে সততা, সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
এসআই রিপটন পুরকায়স্থ বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, চুনারুঘাট থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সৎ সাহসিকতার সঙ্গে মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল তার এ অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে আরও সফলতা কামনা করেছেন।