চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের সুনাজুরা মৌজায় আওয়ামী লীগ নেতা সিরাজ আলীর নেতৃত্বে জোরপূর্বক ধানি জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসমা আক্তার নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) সকালে হঠাৎ করে সিরাজ আলী, জসিম মিয়া ও কুতুব মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র—দা, লাঠি ও বর্শা নিয়ে প্রতিপক্ষের দীর্ঘদিনের ভোগদখলকৃত জমিতে হালচাষ শুরু করে।
এসময় জমির মালিক আসমা আক্তার বাধা দিলে তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ
শাহপুর গ্রামের সেলিম মিয়া, জসিম মিয়া ও শাহীন মিয়া প্রায় ১০ বছর আগে রানীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের কালা মিয়া ও তার ভাই কাজল মিয়াকে সুনাজুরা মৌজায় ৭২ শতক জমি দলিল করে দেন। কিন্তু পরে দেখা যায়, একই জমি পূর্বে আলী হোসেন নামে অপর এক ব্যক্তির কাছে দলিলকৃত।
এ নিয়ে আদালতে মামলা হলে আদালত যাচাই-বাছাই করে রায় দেন—সেলিম, শাহীন ও শামিম মিয়ার দলিলটি জাল। পরবর্তীতে স্থানীয় মুরব্বিদের সালিশ বৈঠকের মাধ্যমে ঐ জমির পরিবর্তে কালা মিয়া ও কাজল মিয়াকে একই মৌজায় অন্য ৭২ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়।
তবে গত ৫/৬ বছর ধরে সিরাজ আলী ও তার সহযোগীরা পুনরায় সেই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।
এলাকায় চরম উত্তেজনা
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছে।