নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে কাজল নাথ নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি চেম্বারে রোগী দেখার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো প্রকার চিকিৎসা ডিগ্রি ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন কাজল নাথ। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, "অযোগ্য ও ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।"
তিনি আরও বলেন, নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।