চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার জামে মসজিদের জমি দখল ও মুসল্লিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬/০৯/২০২৫ইং মঙ্গলবার বিকাল ৫টায় মসজিদের সামনে এ মানববন্ধনে অংশ নেন মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, ভুক্তভোগী পরিবারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। বক্তারা অভিযোগ করে বলেন, শফিক উদ্দিন মিয়া ওরফে উস্তার একজন চিহ্নিত ভূমি খেকো ও সুদখোর। তিনি দীর্ঘদিন ধরে মসজিদ ও মাদ্রাসার জমি দখলের চক্রান্ত করে আসছেন। শুধু তাই নয়, এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা তার নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, উস্তার মিয়া এলাকার এমন কোনো পরিবার নেই যাদের সঙ্গে তিনি মামলা-মোকদ্দমায় জড়াননি। সম্প্রতি তিনি গাজীগঞ্জ জামে মসজিদের মুসল্লিদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করেছেন। বক্তারা বলেন, “সে সমাজের কোনো আইন-কানুন মানে না, চেয়ারম্যান-মেম্বার কাউকেই মূল্য দেয় না। বরং যে-ই ন্যায় কথা বলে, তাকেই মিথ্যা মামলায় ফাঁসায়।”
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দ্রুত ভূমি খেকো শফিক উদ্দিন উস্তারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।