চুনারুঘাট প্রতিনিধি :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার আমতলী আদর্শ বাজার প্রাঙ্গণে এই গণসমাবেশের আয়োজন করে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। তিনি বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কেবল বিএনপি নয়, গোটা জাতির মুক্তির সনদ। এই রূপরেখা বাস্তবায়িত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে অগ্রসর হবে।
গণসমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্হানীয় নেতারা জানান, এই ছাত্র গণসমাবেশের মধ্য দিয়ে চুনারুঘাটে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।