চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্হানীয়রা।
নিহতরা হলেন— রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তারা তিনজনই আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিন শিশু চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে আসে। মঙ্গলবার দুপুরের দিকে তারা বিয়ের বাড়ির পাশের একটি জলাশয়ে গোসল করতে নামে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা জলাশয়ে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফ মাহমুদ বলেন,
> “দুপুরের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পানিতে ডুবে মারা গেছে।”
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান।
হঠাৎ তিন নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরদেহের পাশে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল সহ ও আশপাশের এলাকা।