বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সাদেক মিয়া (২৫)।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাদেক মিয়ার বোনকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রতিপক্ষের একজন যুবক ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
বুধবার বিকেলে এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”