স্টাফ রিপোর্টার// হবিগঞ্জের বাহুবলের আওয়ামীলীগের সাবেক এমপি মিলাদ গাজী ডান হাত বলে পরিচিত আওয়ামীলীগ নেতা আব্দাল চৌধুরী ধরা ছোয়ার বাইরে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাজিহাটা গ্রামের আব্দাল চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগের নাম ভাঙ্গিঁয়ে কালো টাকার সামাজ্য গড়ে তুলেন। সে ৫ আগস্টের পর পরই পলাতক থাকলেও বর্তমানে সে এলাকায় এসে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করার পায়তারা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। আওয়ামীলীগ নেতা আব্দাল চৌধুরীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এলাকাবাসী। গত ১৭ বছর আব্দাল চৌধুরী আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে অনেক নিরঅপরাধ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে।