চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ এর চুনারুঘাট উপজেলার ২নং আহমদাবাদ ইউনিয়নের উত্তর গোছাপড়া মসজিদের গনহারে জমি বিক্রির সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
জানা যায় ১৯৮৮ সালে স্হাপিত উত্তর গোছাপড়া মসজিদের নামে গ্রামবাসী প্রচুর জমি দান করেন। ২০০৮ সালে গঠিত মসজিদ কমিটি কোন নিয়ম কানুন তোয়াক্কায়া না করিয়া দীর্ঘ ১৭বছর মসজিদের উন্নয়ন কাজে বিভিন্ন অনিয়ম করে আসছে।২০২৪ সালে বগাডুবি ও হারাজুরা গ্রামের এল,জি,ই,ডির রাস্তার পাশের জমি বিক্রি করে টাকা আত্বসাতের পায়তারা করলে গ্রামবাসীর প্রতিবাদের মূখে বিগত ১৩/৭/২০২৪ ইং তারিখে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে এক বিচার শালিস অনুষ্ঠিত হয়।বিচারে কমিটির উপর আনিত সত্য প্রমাণিত হলে ঐ কমিটির বিলুপ্ত করা হয় এবং এক সপ্তাহ পর নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।কিন্তু বিলুপ্ত প্রাপ্ত কমিটির সদস্যগন বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী ব্যাক্তি হওয়ার কারনে গ্রাম বাসী নতুন কমিটি গঠন করতে পারে নাই।মসজিদের অর্থ আত্বসাত সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বর্তমান কমিটি।
তাছাড়া মসজিদের পাশের গোছাপাড়া হাজ্বী বাড়ীর রাস্তা জোরপূর্বক মসজিদের নামে ও রাস্তার উপর গেইট নির্মাণ করে গোছাপাড়া তালুকদার বাড়ীর রায়তের মসজিদ তৈরির অভিযোগ রয়েছে।