চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম. ফয়সলের সমর্থনে চুনারুঘাটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীকুটা বাজার প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল আলম এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল। তিনি বলেন, “বিএনপির মহানায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষ মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে তারেক রহমান আপনাদেরকে সম্মানিত করবেন।” তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের হিন্দু ভাইয়েরা কোনো ভয় পাবেন না—বিগত সরকারের চেয়েও বেশি নিরাপত্তা প্রদান করা হবে, ইনশাল্লাহ। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার, সাতিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া।
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শ্রীকুটা বাজার প্রাঙ্গণ সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা যায় ।