চুনারুঘাট প্রতিনিধি ॥চুনারুঘাট উপজেলার শানখলা বাজার ও উত্তর গড়ামি গ্রামে ভোরে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে কৃষিজাত ঔষধ ও কীটনাশক প্রস্তুতের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের যৌথ সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সম্পূর্ণ অবৈধভাবে কৃষি–ঔষধ উৎপাদন ও মজুতের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. আলমগীর (৩২), পিতা সমুজ আলী: তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মো. সাইফুল ইসলাম (২৮), পিতা মো. ফরিদ মিয়া: তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মো. জামাল মিয়া (৪৮), পিতা আ. ছামাদ: তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানাব, কৃষকের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও ক্ষতিকর কীটনাশক রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কৃষিজাত ঔষধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।