চুনারুঘাট প্রতিনিধি ॥বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় চুনারুঘাট পৌর মহিলা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের মুসলিম প্লাজার দ্বিতীয় তলায় আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের আহ্বায়ক সেলিনা আক্তার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাফি আক্তার। উপস্থিত ছিলেন পৌর মহিলাদলের যুগ্ম আহ্বায়ক নাসরিন জাহান রুনা সহ অন্যান্য মহিলা দলের নেতৃবৃন্দ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে পৌর মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।