হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ–০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, অনুষ্ঠানের প্রধান অতিথি এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও তারুণ্যের আইডল আলহাজ্ব ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ। এছাড়াও মাধবপুর উপজেলার বিএনপি পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।