চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নং কৃষি ব্লকে কৃষি সেবা কার্যক্রম নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের একাংশ অভিযোগ করেছেন—ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ নিয়মিত মাঠে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন।
এছাড়া অভিযোগ রয়েছে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে পরিচিত
কৃষকদের অভিযোগ, সময়মতো কর্মকর্তা মাঠে না আসায় অনেকেই প্রয়োজনীয় পরামর্শ, রোগ-ব্যাধি শনাক্তকরণ বা আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও দাবি করেন, ফোনকলেও অধিকাংশ সময় যোগাযোগ করা যায় না, ফলে জরুরি সমস্যায় সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।
এছাড়া সরকারি বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি বা বিনামূল্যে বীজ–সার বিতরণে অনিয়মের অভিযোগও তুলেছেন কিছু কৃষক। তাদের দাবি, অনেক প্রকৃত কৃষক এসব সুবিধা সম্পর্কে জানেন না বা প্রাপ্য হলেও পান না। গাজীপুর ইউনিয়নের বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।
স্থানীয় কৃষকদের দাবি, এই সব অভিযোগের ফলে এলাকায় কার্যকর কৃষি সেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিভ্রান্ত ও বঞ্চিত হচ্ছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে ইউনিয়নের কৃষি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসে।
এ বিষয়ে অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কৃষি অফিসের মন্তব্য পাওয়া যায়নি।