নিজস্ব প্রতিনিধি: শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স, বানিয়াচং থানা, আজমিরীগঞ্জ থানা এবং শিবপাশা পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ইয়াছিন আক্তার সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত সকল অফিসার ও ফোর্সের খোঁজ-খবর নেন। এসময় তিনি দাপ্তরিক শৃঙ্খলা, দায়িত্ব পালনের মান ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার রোলকলের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পেশাগত দায়িত্ব পালনে সততা ও শৃঙ্খলা বজায় রাখা, জনবান্ধব পুলিশিং জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে আরও সচেতন, নিষ্ঠাবান ও পেশাদার হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।