চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মহাশ্মশানস্থ শ্রী শ্রী কালী মন্দিরে কালী পূজা পরিদর্শন করেছেন চুনারুঘাট পৌরসভার সাবেক সফল মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু।
পরিদর্শনকালে তিনি কালী পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
নাজিম উদ্দিন শামসু বলেন, ধর্মীয় উৎসব সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সহাবস্থান ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় কালী পূজা আয়োজক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।