হবিগঞ্জ প্রতিনিধি:আসন্ন শুভ বড়দিন-২০২৫ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন আক্তার
সভায় পুলিশ সুপার বলেন, “খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন-২০২৫ যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বাত্মক ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, বড়দিন উপলক্ষ্যে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, টহল ব্যবস্থা বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের মধ্যে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গির্জা প্রতিনিধিরা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।