চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলায় বিএনপির নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সল-এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিমুদ্দিন শামছু, বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল বলেন,
“জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।