চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সল সাহেবের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে চুনারুঘাট উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলায় ধানের শীষের নির্বাচনী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহবায়ক এড মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব শফিকুর রহমান সেতু, হবিগঞ্জ ৪ আসনের কেন্দ্রীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, ১ম যুগ্ন আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ১ম যুগ্ন আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম , যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সুজন, ফারুক আহমেদ, এডভোকেট আশিক সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দরা।
প্রস্তুতি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যের প্রতিফলন নির্বাচনের মাঠে দেখা যাবে।
সভায় বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রার্থী এস এম ফয়সল সাহেবের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এ সময় প্রধান অতিথির নেতৃত্বে পৌরসহরে একটি পচার মিছিল অনুষ্ঠিত হয়