চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী বাসুদেব বাড়ি উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব সালেহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিধান রঞ্জন পাল, সাংবাদিক চন্দন বর্মণ ও কার্তিক কুমার দাস।
উৎসব আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাসুদেব বাড়ি উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।