প্রতিনিধি :ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার):
বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোঃ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি ৯ মি.মি. পিস্তল, তিনটি দেশীয় ছুরি, তিনটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।