মৌলভীবাজার প্রতিনিধি:সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরহাত নূর।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিম কুমার কর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও আব্দুল মালেক।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, এমসিডা সভাপতি মো. মিজানুর রহমান আলম, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক পরিতোষ দেব, জনবন্ধু যুব সমাজ কল্যাণের প্রতিনিধি দেওয়ান মাসুকুর রহমান, আরডিএস-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং নারী উদ্যোক্তা সাহেলা বেগম।
আলোচনা সভায় বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, অপরাধ প্রতিরোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে যুবকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত বক্তারা গণভোট ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।