চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের একাধিক টিম গোপনীয়তা বজায় রেখে যৌথ অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় কৃষিজমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সোহেল মিয়া (৩৫), পিতা: মৃত রহমত আলী এবং সুমন মিয়া (৩২), পিতা: হাজী আছাব আলী; উভয়ের বাড়ি উলুকান্দি গ্রামে, উপজেলা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়।
পরে আটককৃত সোহেল মিয়া ও সুমন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অভিযানের সময় অবৈধভাবে বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।