চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক চুনারুঘাটের অতি পরিচিত মুখ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম পুনরায় জাতীয় ভিত্তিক শ্রমিক সংগঠন ‘শ্রমিক মজলিস’-এর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল ঢাকার পুরানা পল্টনের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
এছাড়া তিনি জাতীয় ভিত্তিক ২২টি শ্রমিক সংগঠনের সম্মিলিত জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’-এর কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন।
শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অবদান শ্রমজীবী মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তিনি পুনরায় দায়িত্বপ্রাপ্ত হওয়ায় চুনারুঘাট উপজেলায় আনন্দের জোয়ার বইছে। তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন ভবিষ্যতেও দেশ ও শ্রমজীবী মানুষের কল্যাণে অবিচল থাকতে পারেন।