চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ কাচুয়া গ্রামের বাসিন্দা মোঃ নাঈম মিয়া (৩২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের মামাতো ছোট ভাই এবং পেশায় সিলেট কুলাউড়ার একটি চা বাগানের ম্যানেজার ছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটের সময় তিনি হঠাৎ বেন স্ট্রোকে আক্রান্ত হন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত এশার নামাজের পর দক্ষিণ কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য এলাকাবাসী ও মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমের পরিবার তার রুহের মাগফিরাত এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।