মাধবপুর থানাধীন শিমুলঘর বাজার ও ছাতিয়াইন বাজারের মাঝামাঝি একপালপুর এলাকায় ১৫ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে একটি অজ্ঞাতনামা পুরুষের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পুলিশ সুপার, হবিগঞ্জ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্তকালে সোস্যাল মিডিয়াসহ দেশের সকল থানায় ভিকটিমের ছবি প্রচার করে তথ্য আহ্বান জানানো হয়। বিভিন্ন থানার নিখোঁজ ডায়েরি ও পাওয়া ছবির সাথে মিলিয়ে ভিকটিমকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ছায়া তদন্ত চালিয়ে ৮ মে ২০২৫ খ্রিঃ রাত ৮:৪৫ ঘটিকায় নোয়াপাড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ আবুল কালাম @ খোকন (২১) কে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করলে, সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশের চৌকস তদন্তে অন্ধকারে ঢাকা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।