চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের খাইচনাজুরী গ্রামে জোরপূর্বক রাস্তা দখল চেষ্টাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খাইচনাজুরী গ্রামের প্রভাবশালী হামিদ মিয়া (২৫), তার ভাই আহাদ (২৭), আফরুজ মিয়া (২৫), ইদ্রিস আলী খয়ার মিয়া এবং আবু মিয়া (২৬) দীর্ঘদিন ধরে স্থানীয় বাচ্চু মিয়ার (৫০) বাড়ির সামনের রাস্তা দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে বাচ্চু মিয়ার জমির গাছ কাটতে শুরু করেন।
বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। হামলায় বাচ্চু মিয়ার ছেলে আব্দুল মিয়া এবং ৬ বছর বয়সী নাতি নাফিজ মিয়া ও স্ত্রী জৈবুন নেছা (৩৫) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাফিজ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাচ্চু মিয়া জানান, হামিদ ও তার লোকজন দীর্ঘদিন ধরে রাস্তা দখলের হুমকি দিয়ে আসছিল। শনিবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে এসে তার জমির গাছ কাটতে শুরু করে এবং বাধা দিলে তাদের উপর হামলা চালায়। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় হামিদা আক্তর বাদী হয়ে হবিগঞ্জ আদালতে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত হামিদ ও তার লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।