নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদল এর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে চুনারুঘাট সরকারি কলেজ চত্বরে সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের কর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
এতে সাম্য হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন অংশগ্রহনকারী ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, সাম্য একজন নির্ভীক যোদ্ধা ছিলেন। তিনি জুলাই আন্দোলন সহ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। আমরা তার হত্যার প্রতিবাদ জানাচ্ছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷