চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাটে ৮ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রাজ বল্লম (১৪) আত্মহত্যা করেছে। সে আমু চা বাগানের চঞ্চল রাজবল্লম এর মেয়ে ও আমু চা বাগান উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
(১৬ জুলাই)বুধবার সকালে আমু চা বাগানের পুরান লাইনের বাসায় বিষ পান করে।বিষাক্রান্ত হয়ে চটপট করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত ঘোষণার পর পরই পুলিশকে ফাঁকি দিয়ে ময়না তদন্ত ছাড়াই পূর্ণিমা’র মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসেন।
পরে চুনারুঘাট থানার ওসি নুর আলম বিষয়টি জানতে পেরে সেখানে পূর্ণিমার বাড়িতে এসআই রিফটন পুরকায়স্থ কে পাঠান।পুলিশ আমু চা বাগান থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কি কারনে পূর্ণিমা বিষ পান করেছে সে তথ্য পাওয়া যায়নি।