** নিজের লোকজন দিয়ে অসহায় মহিলার বাড়ী দখলের চেষ্টা বাধা দেওয়ায় বৃদ্ধ মহিলার মেয়ে ও নাতি সহ কয়েক জনের হাত,পা,ভেঙে দেওয়ার অভিযোগ।
চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোনা গ্রামের ভূমি অফিসের তহসিলদার বজলু মিয়ার বিরুদ্ধে এক অসহায় বৃদ্ধ মহিলার বসতবাড়ির মাঠ পর্চা প্রতারণার মাধ্যেমে নিজের ও তার ভাই এবং মায়ের নামে করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ ইং সেটেলমেন্ট জরিপের সময় একই গ্রামের বৃদ্ধা মহিলার জমির মাঠ পর্চা করে দেওয়ার কথা বলে নিজের ও পরিবারের সদস্যদের নামে প্রতারণা করে মাঠ পর্চা করে নেয় বজলু মিয়া ।
এ বিষয়ে ভুক্ত ভোগী জমিলা বানু জানান,আমার স্বামী পুত্র না থাকায় পাশের বাড়ীর বজলু মিয়া আমাকে সেটেলমেন্ট জরিপের মাঠ পর্চা করে দেওয়ার কথা বলে আমার বাড়ীর কাগজ পত্র চায়।
আমি তখন সরল বিশ্বাসে তার কাছে আমার বাড়ির কাগজপত্র আমার নামে মাঠ পর্চা করে দেওয়ার জন্য দেই।
কিন্তু সে আমার বসত বাড়ীর মাঠ পর্চা গোপনে তার ও তার পরিবারের সদস্যদের নামে করে নেয়।
তিনি আরও বলেন, বছর দুয়েক আগে আমার বসত বাড়ী আমার মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিতে চাইলে দেখা যায় আমার বসত বাড়িটি বজলু মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে মাঠ পর্চা করা।
তিনি তখন তার বসত বাড়ীর মাঠ পর্চা কিভাবে বজলু মিয়া ও তার পরিবারের নামে গেল এর কারন জানতে চান বজলু মিয়ার কাছে তখন বজলু মিয়া উত্তেজিত হয়ে বলে বাড়িটি তার এ বাড়ি ছাড়ার জন্য হুমকি দেয় সে।
জমিলা বানু আরও জানান, তখন নিরুপায় হয়ে আমি আমার বাড়ির পর্চা আমার নামে করার জন্য আদালতে মামলা করি যা বর্তমানে চলমান রয়েছে।
এর মধ্যেই একাধিকবার তার দলবল নিয়ে আমার পরিবারের সদস্যের উপর হামলা চালায় বজলু মিয়া। এবং আমার বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে।
সম্প্রতি তহসিলদার বজলু মিয়ার
নির্দেশে জমিলা বানুর পরিবারের ওপর হামলা চালিয়ে মহিলাসহ ৫ জন কে গুরুতর আহত করে । এদের মধ্যে দু জনের হাত-পা ভেঙ্গে দেয়। এ ব্যাপারে চুনারুঘাট খানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী । উল্টো অভিযোগকারী লবজান বিবি ও তার লোকজনকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বজলু গংরা।
তিনি আরও জানান, কুতুব নামের বিবাদী সে নাকি চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি করে সে ও লাঠি শোঠা নিয়ে আমার পরিবারের উপর হামলা চালায়।
তিনি বলেন,সে বুয়া শিক্ষক কোন দিন তাকে লেখা পড়া করতে দেখিনি হঠাৎ করে সে শিক্ষক হল কিভাবে। আর শিক্ষক কি লাঠি হাতে নিতে পারে?
জানা যায়, সম্প্রতি ভূমি অফিসের তহসিলদার বজলু মিয়ার নির্দেশে শরীফ উদ্দিন, শাওন, শফিক, কুতুব মিয়া গংরা তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের লবজান বিবির আত্মীয় নিরীহ মনোয়ারা, রিপা আক্তার, ও তৌফিক মিয়ার ওপর হামলা চালায়।
এতে তাদের অনেকেরই হাত, পা, ভেঙে দেওয়া হয়। মামলার বাদী লবজান বিবি জানান, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট খানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ও এখনও পুলিশ আসামিদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিচ্ছে না। বরং আসামিরা প্রকাশ্যে তাদের কে কে হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে। অন্য দিকে আহত একজন সিলেট মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা গড়ছে। অন্য জন ঢাকা পঙ্গু হাসপাতালে একিই অবস্থায় রয়েছে
এ বিষয়ে মামলার তদন্তকারীন কর্মকর্তা এস আই মৃদুল কুমার জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ইতিমধ্যেই মামলাটি রুজু হয়েছে।