1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। সাতছড়ি সড়কের সুরমা চা বাগানে গাছ ফেলে ডাকাতির ঘটনা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৩ ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চুনারুঘাটে ভূমি অফিসের অফিস সহায়কের প্রতারণার শিকার এক বৃদ্ধ মহিলা। চুনারুঘাটে জামাইয়ের ফাঁদে ব্যবসায়ীর মোটরসাইকেল লুট: কাগজপত্র ফেরতের নামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি চুনারুঘাটের তিন মাদক কারবারি আটক চুনারুঘাট সেনাবাহিনীর অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আটক ১ হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক নিহত চুনারুঘাটে মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ। চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৩ ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব  প্রতিনিধি :এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৩ ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, পালন করবে। আজ জোটের আহবায়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন জানান জাতীয়করনের দাবিতে আগামী১৩ই আগস্ট প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করবে। জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম বলেন এমপিওভুক্ত শিক্ষায় শিক্ষক-কর্মচারিগণের দীর্ঘদিন ধরে ২৫% উৎসবভাতা , ১০০০ টাকা বাড়ি ভাড়া , ৫০০ টাকা চিকিৎসা ভাতা , কমিটি দ্বারা নির্যাতন, বদলী ব্যবস্থা না থাকা , শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন বৈষম্য বিরাজমান।গত ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ২৫%থেকে ৫০% হলেও অন্যান্য বৈষম্য এখনো বিরাজমান। তাছাড়া সরকারের বিভিন্ন বৈষম্যমূলক নীতিমালার বেড়াজালে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা দিন দিন দুসাধ্য হয়ে পড়ছে । তরুণ মেধাবীরা স্বল্প বেতনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলায় শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অনেক প্রতিষ্ঠান অর্থাভাবে খন্ডকালীন শিক্ষক দ্বারাও পাঠদান করাতে পারছে না এতে করে শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উচ্চ বেতনে পড়ালেখা করলেও শহরে সরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে পড়া লেখা করানো হয় । এটা গ্রামের প্রান্তিক মানুষের প্রতি বৈষম্যই নয় বরং অবিচার। ছাত্র জনতার বৈষম্য বিরুধী সরকারে থাকতে ছাত্ররা কেন বৈষম্যে থাকবে। এসকল বৈষম্য দূরীকরণের জন্য ১৩ আগস্ট কর্মসূচি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরা হল

সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ভাই ও বোনেরা,

আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আগামী ১৩ আগস্ট ২০২৫ খ্রি. বুধবার জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে আপনাদেরকে স্মরণ করছি। ২০১৮ খ্রিস্টাব্দে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আপনাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অবস্থান ও অনশন কর্মসূচির ২০তম দিনে তৎকালীন সরকার প্রধান তিনজন সচিব পাঠিয়ে অনশনরত শিক্ষক-কর্মচারিগণেেক শরবত পান করানোর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সরকারের পক্ষ থেকে তাঁরা ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন পরবর্তীতে তা কার্যকর হয়। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ করা হবে। আমাদের বিশ্বাস ছিল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বৈষম্যের অবসান হবে। পরবর্তীতে বৈষম্য নিরসনের দাবিতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বারবার সাংসদ ও মন্ত্রী মহোদয়গণ এর সাথে আলোচনা, সুশীল সমাজ, সাংবাদিক ও শিক্ষাবিদগণকে নিয়ে টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানব বন্ধন ইত্যাদি কর্মসুচিসহ জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিন অবস্থান কর্মসূচি পালন করেছি। কিন্তু বিগত সরকার আমাদের দাবির বিষয়ে কোন কর্ণপাত করেনি।

বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার সাথে সাথে জোট নেতৃবৃন্দ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে নির্ধারিত মিটিং করে আমাদের বৈষম্যগুলি ও জাতীয়করণের প্রয়োজনীয়তা তাঁকে বুঝাতে সক্ষম হন। তিনি আমাদের বৈষম্যগুলি নিরসনের প্রতিশ্রুতি দেন। আমলাতান্ত্রিক জটিলতায় বৈষম্য নিরসনে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হলে আমরা আপনাদের সাথে নিয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসুচি পালন করি। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সুস্পষ্ট ঘোষনার দাবিতে আপনাদের মনোবল ছিল দৃঢ়। অবস্থান কর্মসূচি চলাকালে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বারবার আলোচনায় আমরা স্পষ্ট জানিয়েছিলাম যে সুস্পষ্ট ঘোষণা ছাড়া শিক্ষক-কর্মচারীরা রাজপথ ত্যাগ করবে না অবশেষে শিক্ষা উপদেষ্টা ২২তম দিনে সচিবালয়ে সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। শিক্ষকদের ২৫% উৎসবভাতার বৃদ্ধি এবং বাজেটে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধির জন্য বরাদ্দ রাখায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও শিক্ষকদের উৎসব ভাতার মাত্র ২৫% বৃদ্ধি ও কর্মচারীদের বঞ্চিত করে আমাদের হতাশ করেছে। বাজটে অর্থ বরাদ্দ রাখা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয় নাই। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে লিখিতভাবে জানিয়েছি যে, ১০ আগস্ট এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ১৩ আগস্ট শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার মাধ্যমে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করবো। ১০ আগস্ট এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিকে সফল করতে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুরোধ করছি। প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জেলা-উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে সার্বিক সহগোগিতার অনুরোধ করছি।

আমাদের মূল দাবি হলো-” এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ”। তাই আসুন দলমত নির্বিশেষে উক্ত দাবিকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ১৩ আগস্ট ২০২৫ খ্রি. বুধবার, সময়- সকাল ১০.০০ ঘটিকায় শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিতে সকলেই অংশগ্রহণ করে বৈষম্য নিরসনে ভূমিকা রাখি এবং আমাদের দাবিসমূহ সরকারের সামনে বলিষ্ঠভাবে উপস্থাপন করি। সম্মানিত সুপার/প্রধান শিক্ষক/অধ্যক্ষ মহোদয়গণের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫ জন শিক্ষক-কর্মচারী পাঠিয়ে কর্মসূচিকে সফল করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট