নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মিসবাহ জাভেদ আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। চট্টগ্রাম থেকে পরিবারসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসার সময় বিকাল ৪টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটস্থ মিয়ামি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মেজর মিসবাহ জাভেদের প্রাইভেট গাড়িটি দুর্ঘটনার শিকার হলে তার স্ত্রী মারাত্মকভাবে আহত হন, বিশেষ করে চোখে গুরুতর আঘাত পান। মেজর মিসবাহ নিজেও আঘাতপ্রাপ্ত হন এবং তাদের সঙ্গে থাকা গৃহপরিচারিকাও আহত হন। দুর্ঘটনার পর তাদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা সিএমএইচ (সামরিক হাসপাতাল)-এ ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা সিএমএইচে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আত্মীয়-স্বজন ও পরিচিত মহল। মেজর মিসবাহ ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।