বাহুবল প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবল মডেল থানার কনস্টেবল মাহাফুজুর রহমানের বিরুদ্ধে স্ত্রীর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী স্ত্রী জানান, তিনি ন্যায়বিচার চান এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কনস্টেবল মাহাফুজুর রহমানকে প্রায় ৫ মাস আগে সাসপেন্ড করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
জনমনে প্রশ্ন—যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নারীর উপর নির্যাতনে অভিযুক্ত, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?