চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভোররাত থেকে অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহায়তা করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা নিম্নরূপঃ
১। নুর উদ্দিন (৩৩), পিতা- তৈয়ব আলী, সাং- উলুকান্দি, শায়েস্তাগঞ্জ।
২। জাকারিয়া (২৬), পিতা- শাহজাহান মিয়া, সাং- নিশাপট, শায়েস্তাগঞ্জ।
৩। শাহজাহান মিয়া (৩২), পিতা- মতলিব মিয়া, সাং- আব্দুল্লাপুর, পাইকপাড়া ইউপি, চুনারুঘাট।
৪। শাহীন মিয়া (২১), পিতা- শহিদ মিয়া, সাং- কাঠালবাড়ি, ৪নং শানখলা, চুনারুঘাট।
৫। ওয়াহিদ মিয়া (২৩), পিতা- আব্দুল জলিল, সাং- পূর্ব পঞ্চাশ, শানখলা ইউপি, চুনারুঘাট।
৬। আব্দুল করিম জুনেদ (১৯), পিতা- আব্দুল হাই, সাং- মহিমাউড়া, শানখলা, চুনারুঘাট।
৭। মো. ইউসুফ (২৩), পিতা- আইদর আলী, সাং- কাঠালবাড়ি, ৪নং পাইকপাড়া, চুনারুঘাট।
৮। মো. এনামুল হক (১৯), পিতা- বাবুল মিয়া, সাং- হলহলিয়া, ৪নং পাইকপাড়া, চুনারুঘাট।
৯। মো. জামাল মিয়া (২১), পিতা- আব্দুল মন্নান, সাং- ডেউয়াতলী, শানখলা ইউপি, চুনারুঘাট।
১০। রিপন মিয়া (২৪), পিতা- মতিন মিয়া, সাং- ফান্দ্রাইল, শানখলা, চুনারুঘাট।
১১। মো. নয়ন মিয়া (২২), পিতা- মহিদুল আলী, সাং- বরমপুর, ৭নং উবাহাটা, চুনারুঘাট।
১২। মো. আতর আলী (৪২), পিতা- আনজব আলী, সাং- দেউন্দি, চুনারুঘাট।
১৩। মো. নুরুল ইসলাম (৪৩), পিতা- আনজব আলী, সাং- দেউন্দি, ৫নং শানখলা, চুনারুঘাট।
১৪। মো. সারাজ মিয়া (৩০), পিতা- ওয়াহিদ মিয়া, সাং- কাঠালবাড়ি, বদরগাজি, চুনারুঘাট।
চুনারুঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।