
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সুরুজ আলী সরকার ইন্তেকাল করেছেন — (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জীবদ্দশায় এলাকার জনপ্রিয় ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।