1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি বাহুবলে রশিদপুর চা-বাগান থেকে ৬ জুয়াড়ী আটক নবীগঞ্জে পিতার হাতে কন্যা নি*হত — পিতা আটক চুনারুঘাটে সাবেক ইউপি সদস্য সুরুজ আলী সরকারের ইন্তেকাল চুনারুঘাটে সমাজসেবক পরিবারের সন্তান শওকত আলী বাবুলের ইন্তেকাল মাধবপুরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২ — আহত অন্তত ৩০ বাহুবলে ধরা ছোয়ার বাইরে আওয়ামীলীগ নেতা আব্দাল চৌধুরী প্রকাশিত সংবাদের প্রতিবাদ চুনারুঘাট–মাধবপুর আসনে বিএনপি নেতা এস.এম ফয়সালের বক্তব্য: “জীবনের শেষবারের মতো ধানের শীষে ভোট চাই” চুনারুঘাটে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় চুনারুঘাট উপজেলা যুবদলের আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গোলচত্বরে এক বিশাল সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সেতু মিয়া,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। যারা অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করছে, তাদের জবাবদিহিতার মুখোমুখি করা সময়ের দাবি।” তিনি আরও বলেন, “একসময় মানিক সরকার বলেছিলেন— যুবদলের কোনো নেতা নেই। আজকে তিনি কোথায়? এই বিশাল সমাবেশই প্রমাণ করে, বিএনপি ও যুবদল জনগণের হৃদয়ে বেঁচে আছে।”

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশস্থলে এসে যোগ দেন। পুরো শহর জুড়ে ছিল ঢোল, স্লোগান ও ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে, তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চুনারুঘাটে এবারের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশকে স্থানীয়রা বর্ণনা করছেন “স্মরণকালের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশ” হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট