
হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। নিজ এলাকার তিনটি ইউনিয়ন—বহরা, চৌমুহনী ও ধর্মঘরসহ বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক–রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে তিনি গণসংযোগ ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি দলের প্রতীক ‘দেয়াল ঘড়ি’–তে ভোট ও সহযোগিতা কামনা করেন। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভা ও মতবিনিময় সভায় তিনি বলেন, “এবারের নির্বাচন ইসলামের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে; টাকার মোকাবেলায় সততার নির্বাচন।”
ড. কাদের আরও জানান, এলাকার সন্তান হিসেবে তিনি অত্যন্ত আন্তরিক ও উৎসাহিত হয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন। স্থানীয়রা তার প্রচারণায় উৎসাহব্যঞ্জক সাড়া দিচ্ছেন বলেও জানা গেছে।