
হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমানুষের প্রত্যাশা এবং সাংবাদিকতা পরিবেশ নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নেন।
নবাগত পুলিশ সুপার বলেন, “হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে মিডিয়ার সহযোগিতা অপরিহার্য। পুলিশ ও গণমাধ্যম একসাথে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।”
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।