
নিজস্ব প্রতিবেদকঃহবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন)সহ মোট ৯ জন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিদায়ী কর্মকর্তারা সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার হিসেবে হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব জেলা পুলিশকে সমৃদ্ধ করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়।