
নিজস্ব প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে মাঠে নেমেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য, সাবেক এমপি শাম্মী আক্তার।
শনিবার (সকালে) বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “৩১ দফা রূপরেখা বাস্তবায়নই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে।”
প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।