
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে হবিগঞ্জ-০৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ছাত্রদলের উদ্যোগে দক্ষতা ও আদর্শভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় চুনারুঘাট উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিবসহ জেলা, উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে আদর্শিকভাবে প্রস্তুত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য। তারা আসন্ন নির্বাচনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় হবিগঞ্জ-০৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব এস. এম. ফয়সল সাবের প্রতি সমর্থন ব্যক্ত করে উপস্থিত নেতৃবৃন্দ তার জন্য সালাম ও শুভেচ্ছা জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য”—এই প্রত্যয়ে তরুণ সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হ