চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট থানার এস আই সজল দাসের নেতৃত্ব আসামপারা জারুলিয়া এলাকায় সোমবার দুপুর ১টায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আজাদ মিয়া কে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃত আব্দুল আজাদ এলাকায় সন্তাসী প্রকৃতির লোক হিসেবে পরিচিত।
আজাদ ও তার বলের নির্যাতনে অতিষ্ঠ মোঃ আতাউর রহমান জানান, আব্দুল আজাদ আমার উপর দীর্গদিন ধরে নির্যাতন করে আসছে শুধু আমি নই তার নির্যাতনের শিকার এলাকার বহু মানুষ।
আতাউর রহমান আরে জানান,সে আমার উপর এলাকার বিভিন্ন মানুষ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাকে প্রায় নিঃশ করে ফেলেছে।
এ সময় তার শাস্তি দাবি করেন তিনি। চুনারুঘাট থানার এস আই সজল দাস জানান, জারুলিয়া বাজারে অভিযান চালিয়ে আব্দুল আজাদ ও তার সহযোগী কে গ্রেফতার করেছি।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান, ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ায় তাকে আদালতে প্রেরণ করেছি।