নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সংলগ্ন মজলিশপুর পাওয়ার প্লান্ট এলাকার সামনে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের ইমন আহমদ (২২), পিতা মজনু মিয়া এবং ইজাজুল ইসলাম (২৩), পিতা ছমির আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজলিশপুর পাওয়ার প্লান্টে নির্মাণসামগ্রী বহনকারী একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইমন ও ইজাজুল প্রাণ হারান। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক চালক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।