চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের সিএনজি শ্রমিক মর্তুজ আলী হত্যা মামলার এজহারভুক্ত ১০ নং আসামী অভিলাশ গোস্বামী কে চুনারুঘাট পৌর শহরের সদর প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে মঙ্গলবার রাত প্রায় ৯ ঘটিকার আটক করে নিহত মর্তুজ আলী ভাই ও সিএনজি শ্রমিকরা।
এসময় তাৎক্ষণিক আটক অভিলাস গোস্বামী কে চুনারুঘাট থানায় নিয়ে যায় তারা।
কয়েক জন শ্রমিক জানান,আমাদের ভাই মর্তুজ আলী কে হত্যা করে বিভিন্ন যায়গায় প্রকাশ্য ঘুরাঘুরি করে আসামীরা। এই হত্যাকাণ্ডের সব আসামীরা গ্রেফতার হওয়া পর্যন্ত আমরা মুর্তজ আলী ভাইয়ের পাশে থাকব।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহত মর্তুজ আলীর ভাই সহ সিএনজি শ্রমিকরা অভিলাশ গোস্বামী কে চুনারুঘাট পৌর শহর থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। সে মর্তুজ হত্যা মামলার এজহারভুক্ত ১০ নং আসামি।