বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পড়ে মো. মিনহাজ মিয়া (৯) নামে এক মেধাবী স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ফদ্রখলা গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে এবং করাঙ্গী ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় কৃষক শাহিদুল ইসলাম জানান, বিকেলে তিনি ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের একটি ক্যাবল ছিঁড়ে জমিতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত মিনহাজ তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিরপুর ইউনিয়নের মহিলা সদস্য রেজিয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, মিনহাজের আকস্মিক মৃত্যুতে করাঙ্গী ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোছাব্বির হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।