চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদারের নিজস্ব জমিতে নির্মিত রাস্তা ও গেইট নিয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার জানান, প্রায় ২৫ বছর আগে তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণ করেন। শুরু থেকেই ওই রাস্তা স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এলাকাবাসী ও সাধারণ মানুষ অবাধে চলাচল করলেও কখনোই তাদের বাধা দেওয়া হয়নি। নিজের জমি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরও এলাকার মানুষের সুবিধার্থে রাস্তা উন্মুক্ত রাখেন তিনি।
তিনি আরও জানান, তার বাড়ির গেইটটি ২০০১ সালে নিজস্ব ভূমির উপর নির্মাণ করা হয়। জমির কাগজপত্র অনুযায়ী— দলিল নং ২৪৮৪, ২৪৮৫ (তারিখ ২৮/০৫/১৯৮২) মালিক শাহানা ইসলাম তালুকদার, এবং দলিল নং ১৬৩৬, ১৬৩৩ দাগ নং ৮৩, ২৩৬, ২৩৭ ক্রয় করে তিনি মালিক হন। এরপরই তিনি জমির উপর রাস্তা নির্মাণ করেন।
বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রায় দুই যুগ পর এসে একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করে এই রাস্তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা আমার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে অত্যন্ত লজ্জাজনক।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।